PASCHIM SIKKIM EK ACHIN DESH
Author : Sanjib Das
Publish : Kolkata Book Fair 2018
Publisher : Long Journey
ISBN : 9788193648001
Pages : 96
Country : India
Language : Bengali
dimension : 216 x 140 mm (8.5 x 5.5 in)
Reader's Review : 'পশ্চিম সিকিম এক অচিন দেশ' সঞ্জীবের প্রথম বই। পরিচিত বিষয় নিয়ে লেখার ঝুঁকি থাকে। সঞ্জীব সেই ঝুঁকি দক্ষ সৈনিকের মতো সামলেছে। প্রায় ছ'বছর ধরে পশ্চিম সিকিমের পথে পথে ঘুরে এই বইয়ের রসদ সংগ্রহ করেছে, ছবি তুলেছে। এই বইতে ছবি কেবল লেখার পরিপূরক নয় স্বতন্ত্র। পাঠকের কাছে এক নতুন দিগন্তের সন্ধান দেবে। ..........কৃষ্ণেন্দু পালিত, সাহিত্যিক
Book URL : Buy Now!
Description : পূর্ব হিমালয়ের বুকে এক ছোট্ট রাজ্য সিকিম। স্থানীয়দের কাছে 'ডেনজং' অর্থাৎ ঢালের উপত্যকা। আর প্রকৃতিপ্রেমীদের কাছে এক স্বর্গ পড়ে রয়েছে সেই 'ডেনজং'-এর পশ্চিমে, পশ্চিম সিকিম। বেশ কয়েক বছর রুকস্যাক পিঠে চাপিয়ে পশ্চিম সিকিমের পথে পথে হেঁটেছি আর বিমূঢ় হয়ে দেখেছি এক অপার - অনন্ত ঐশ্বর্যকে। চলার পথে সহজ সরল পাহাড়িয়াদের মুখে শুনেছি মুক্ত জীবনের ঘেরাটোপে বেড়ে ওঠা সিকিমবাসীদের সমাজ জীবনের হরেক কথা। আবার কখনোবা পথ ভুলে ঘন জঙ্গল পথে একাকী হারিয়ে গিয়েছি। আটসুখে আচ্ছন্ন সিকিম পাহাড়ের সেইসব ভ্রমণকথা আর সাথে সমাজ, জীবন, ধর্ম আর প্রকৃতি এই বইয়ের ভ্রমণকাহিনীর উপজীব্য। বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অবতারণা কিছুটা ভিন্ন উদ্দেশ্যে। সিকিম ভ্রমণকালে মোলাকাত হয়েছে রঙ - বেরঙের হিমালয়ের ফুল ও বিচিত্র পাখিদের সঙ্গে। আর বারেবারে মনে হয়েছে ছোটবেলায় শুধুমাত্র পাঠ্যবইতে মুখ গুজে পড়ে না থেকে যদি একটু আধটু এই ফুল-পাখিদের কথা জানতে চেষ্টা করতাম তবে তাদের সঙ্গে সখ্যতা হয়তো আরও নিবিড়তর হতে পারতো! সেই উপলব্ধি থেকেই পরবর্তী  সময়ে চেষ্টা করেছি তাদের নাম - ঠিকানা ডাইরির পাতায় লিখে নিতে। আশা করি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের মাধ্যমে প্রকৃতিপ্রেমী পাঠক বন্ধুদের সঙ্গে এই না- মানুষদের বন্ধুত্ব খানিক সহজতর হবে। বইটি সুন্দর করে সাজিয়ে প্রকাশ করবার জন্য অগ্রজ সাহিত্যিক বন্ধু কৃষ্ণেন্দু পালিত,  প্রকাশক এবং ’লং জার্নি’ - র সকলকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। প্রিয় পাঠক বন্ধু, বইটি পড়ে যদি সিকিমের পাহাড়ের পথে মানস ভ্রমণ করতে পারেন, হিমালয়ের ফুল - পাখিদের প্রতি টান অনুভব করেন, তবে আমার এই সামান্য কাজ অনেকাংশে সফল বলে মনে করব। সঞ্জীব দাস / নৈহাটি,  ০১.০২.২০১৮
Price: Rs. 200 /-
অফলাইন প্রাপ্তিস্থান - সৃষ্টিসুখ, ৩০এ সীতারাম ঘোষ স্ট্রিট, কলকাতা ৯, যোগাযোগ - ৯০৫১২ ০০৪৩৭  
Author Details :
উত্তর 24 পরগনার নৈহাটি নিবাসী সঞ্জীব দাস পেশায় সরকারি কর্মচারী। প্রথাগত পড়াশোনায় কম্পিউটার সাইন্সের ছাত্র, কিন্তু নেশা রহস্যময় প্রকৃতিকে জানা। আর এই নেশার টানে বাধা জীবনের বাঁধন ছাড়িয়ে বারে বারে তার সঙ্গী হয়েছে পথ। কখনও উত্তুঙ্গু হিমালয়ের গহীন অরণ্য, আবার কখনো লাদাখের শীতল মরুভূমি। আবার সেই অমোঘ টানেই ক্যামেরা হাতে ডুব দিয়েছেন নীল সাগরের গভীরে। চলার পথের প্রকৃতি আর প্রকৃতির করে বেড়ে ওঠা দেহাতি মানুষের জীবন ধরা দিয়েছে তার অনুভবি ক্যামেরায়, কখনোবা লেখনীতে। তার লেখা ভ্রমণ কাহিনী এবং তার ফটোগ্রাফির প্রকাশিত হয়েছে দেশ-বিদেশের বেশকিছু পত্র পত্রিকায়। ফটোগ্রাফির ঝুলিতে এসেছে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে।